সকাল ১১:২৪,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পরিকল্পনামন্ত্রী’র সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদ মন্দিরে প্রার্থনা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের করোনাভাইরাস থেকে রোগমুক্তি কামনা করে জগন্নাথপুর উপজেলা জুড়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে।
বুধবার উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরের স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আশু সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত করা হয়।
জগন্নাথপুর উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যাগে বাসুদেব মন্দিরে বিশেষ প্রার্থনা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল রসুলগঞ্জে আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনা মিয়ার উদ্যাগে দোয়া ও মোনাজাত করা হয়। কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গোপাল গোবিন্দ জিউর আখড়ায় রাতে এক বিশেষ প্রার্থনা করা হয়। এতে মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত গুপ্ত, সাংগঠনিক সম্পাদক লিপটু দে, দপ্তর সম্পাদক রিংকু দেসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।