রাত ১০:৪৩,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পরিকল্পনামন্ত্রী কাছে ২ কোটি টাকা বরাদ্দের দাবি দিরাই মেয়রের

দিরাই প্রতিনিধি :
দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে দিরাই কলেজ গেইট থেকে প্রবাসী উচ্চ বিদ্যালয়ে হয়ে মদনপুর সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ২ কোটি বরাদ্দের দাবি করেছেন।
শনিবার পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রবাসী উচ্চ বিদ্যালয় উদ্বোধন করতে আসলে অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথির আসনে বসা দিরাই পৌরসভার মেয়র এ দাবি করেন।
বিশেষ অতিথির আসনে বসা প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন টাওয়ার হ্যামলেটে সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার ও সভাপতির আসনে থাকা দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবাসী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম চৌধুরী মেয়রের দাবির প্রতি একমত পোষণ করেন।
এ ব্যাপারে মেয়র মোশাররফ মিয়া বলেন, দিরাই কলেজ এবং দিরাই মদনপুর সড়কের সাথে প্রবাসী উচ্চ বিদ্যালয়ের সড়কের সংযোগ এবং প্রশস্থ করা একান্ত প্রয়োজন, দুই পাশের সড়ক মেরামত এবং প্রশস্থ করতে হলে অন্তত দুই কোটি টাকার প্রয়োজন আমাদের পৌরসভার সামান্য বাজেট দিয়ে এ বিশাল কাজ সম্ভব হবেনা, তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের এ সড়কটির কাজ সম্পন্ন করতে দুই কোটি টাকা বরাদ্দের জন্য দাবি করেছি৷ আমার দাবিকে বাস্তবায়ন করতে প্রবাসী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী একমত পোষণ করে দাবি বাস্তবায়নে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন, আমার বিশ্বাস বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের দাবি পুরণ করবেন।