রাত ১১:১৪,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পরীক্ষার্থীদের দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের বিদায় সংবর্ধান প্রদান

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত দোয়ারাবাজার উপজেলার অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কাজির পয়েন্টে সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির কার্যালয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের আঞ্চলিক সংগঠন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ চাঁন মিয়া।
সংগঠনের ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিস রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র সমন্বয়ক ও জেলা জজকোর্টের এপিপি এডভোকেট সায়দুর রহমান তালুকদার সায়াদ, সমন্বয়ক এডভোকেট নাজমুল হুদা হিমেল, সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুস সালাম মাহবুব।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক যোবায়ের মাহমুদ পাভেল, সংবর্ধিত পরীক্ষার্থী মোঃ মুহিম মিয়া, ফারজানা আক্তার পাপিয়া, ফয়সাল আহমেদ প্রমুখ।
পরে সংবর্ধিত পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।