পুলিশ সুপারের সঙ্গে সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
স্টাফ রিপোর্টার :
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম এর সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় শহরের ওয়েজখালীস্থ জেলা পুলিশ লাইনস এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, আমরা আশা করি সাংবাদিকরা সত্য, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরবেন। অন্যান্য জেলার চেয়ে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা অনেক ভালো। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্য লতিফুর রহমান রাজু, এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোসাইদ রাহাত, কার্যকরী সদস্য হাসান চৌধুরী কামরুল, রেজাউল করিম, রাজন মাহবুব, আফজাল হোসেন, দিলাল আহমদ, জাহাঙ্গীর আলম, আল হাবিব, নজরুল ইসলাম, শাহ জুনায়েদ আহমেদ সৃজন, মনোয়ার চৌধুরী।
পরে পুলিশ সুপান মিজানুর রহমানের কাছে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রেসক্লাব সদস্যদের তালিকা তুলে দেন।