প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ আ.লীগের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার শহররে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক নূরে আলম ছিদ্দীকি উজ্জ্বল, প্রচান সম্পাদক গোলাম সাবেরীর সাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, সদস্য সৈয়দ তারিখ হাসান দাউদ, আতিকুল ইসলাম আতিক, শামীম আখঞ্জী প্রমুখ ।