রাত ৮:৫৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রবীণ শিক্ষক মু. আব্দুর রহিম আর নেই

স্টাফ রিপোর্টার :
প্রবীণ শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট লেখক মু. আব্দুর রহিম আর নেই। শতবর্ষী এই সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বার্ধক্যজনিত রোগে শনিবার সকালে ষোলঘরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পারিবারিকভাবে তার নামাজে যানাজার সময় পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
মুহম্মদ আব্দুর রহিম শিক্ষকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করতেন। নানা বিষয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। একজন নির্মোহ, নির্লোভ ও আদর্শবান শিক্ষকের পথিকৃৎ ছিলেন তিনি। তিনি সুনামগঞ্জ সদরের আলমপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠের শিক্ষক সম্মাননা পেয়েছিলেন।
১৯৫৩ সনে তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। ১৯৮৫ সনে অবসরে যান। তিনি একজন ভাষাসৈনিকও।