সকাল ৯:৩০,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফ্রান্সে মুহাম্মাদ (সা.) এর অবমাননায় পূর্ব পাগলায় বিক্ষোভ ও সভা

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার চিকারকান্দি বাজারে পূূর্ব পাগলা তৌহিদী জনতার ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রিন্সিপাল মাও. আকতার হোসেনের সভাপতিত্বে ও মাও. আলী খাঁন ও বদরুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শায়খ জামাল উদ্দিন, মাও. আশিকুর রহমান, মাও. নজরুল ইসলাম, মাও. আ: হাফিজ, আহমদ জামাল, মাও. কুতুব উদ্দিন, মাও. হাসান আহমদ, মাও. ইজাজুল ইসলাম, মাও. আ: হাই, মাও. মাশুক আহমদ ও মাও. ছমির উদ্দিন।
বক্তব্যে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার জন্য বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মাও. মহিউদ্দিন, আ: লতিফ, সৈয়দুর রহমান, মাও. নোমান আহমদ, ইমদাদুল হক, ইমরান হোসেন প্রমুখ।
সভা শেষে কয়েক শতাধিক জনতার অংশগ্রহনে চিকারকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগ্রাম পয়েন্টে এসে শেষ হয়।