সন্ধ্যা ৬:৫৪,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভা

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌর মার্কেটস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সদস্য আবেদ মাহমুদ চৌধুরী, সেলিম আহমদ, একেএম মহিম, জাকির হোসেন, অরুণ চক্রবর্তী, আমিনুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী, মাসু্ক মিয়া, শাহাব উদ্দিন, মো.আশিকুর রহমান পীর, আমিনুল ইসলাম, জসিম আহমেদ, মোসাইদ রাহাত, তাসাদ্দুক রাজা চৌধুরী ইমন, ফোয়াদ মনি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি সব সময় চাইতেন বাঙালি জাতির উন্নতি হোক, তিনি সেই পথে হাটা শুরু করে ছিলেন। এখন তার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা তার আর্দশ ধারণ করে বাংলাদেশকে এ উন্নত রাষ্ট্রে পরিনত করার কাজ করে যাচ্ছেন।