রাত ৮:৪৬,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকি উজ্বল, কোষাধক্ষ ইশতিয়াক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ত সম্পাদক আবুল আজাদ রুমান, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শাহ আবু নাসের, জেলা আওয়ামী লীগের সদস্য নাসিরুল হক আফেন্দী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা সায়েদুর রহমান সায়েদ, অ্যাড. জুয়েল মিয়া তালুকদার, রাসেল আহমদ প্রমুখ।