বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য মৌলবাদীদের হামলায় ভাঙচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
রোববার সকালে যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপলের পৃষ্টপোষকতায় সুনামগন্জ শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ট্রাফিক মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, পিন্টু বণিক,গিয়াস উদ্দিন ,কাওছার তালুকদার, ফয়সল আহমেদ ,এনাম আহমেদ, সদর উপজেলা যুব লীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, জেবুল মিয়া,আব্দুর রাজ্জাক, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর দে, অমিয় মৈত্র, সৈয়দ ইমন, সুব্রত তালুকদার জুয়েল প্রমুখ।
পথ সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য মৌলবাদীদের হামলায় ভাঙচুরের সাথে যে বা যারা জড়িত তাদের খোঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। অন্যথায় বঙ্গবন্ধুর সৈনিকরা তাদের বিরুদ্ধে রাজপথে মোকাবিলার শক্তি ও সাহস রাখে।