সকাল ৬:৫২,   সোমবার,   ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীর

বিশেষ প্রতিনিধি 

নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হাওরের জেলা সুনামগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে জেলার ১২ উপজেলায় একযোগে পালন করা হচ্ছে এ উৎসব। 

সোমবার সকালে শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল।  সেই সাথে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই পাওয়ায় আনন্দে আত্মহারা।

 শিক্ষার্থীরা বলছেন, নতুন বই পাওয়ার আনন্দটায় অন্য রকম। আশা করি নতুন বছরটাও অনেক ভালো কাটবে।

এদিকে সুনামগঞ্জের ১২ উপজেলায় ২৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯২ টি মাদ্রাসাসহ মোট ৩৩৬ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লক্ষ ১১ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৩৬ লক্ষ বই বিতরণ করা হয়েছে।  সেই সাথে জেলার ১২ উপজেলায় ১৪৭৫ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লক্ষ ৫৮ হাজার ১৭৫ টি বই বিতরণ করা হয় 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল বলেন, বছরের প্রথম দিন তোমারা নতুন বই পাচ্ছো এটা সত্যি খুব আনন্দের বিষয়।  আশা করি তোমরা সুন্দর ভাবো তোমাদের শিক্ষাক্রম চালিয়ে যেতে পারবে।

এসময় জেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।