দুপুর ২:৪৩,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের পাশে পাথারিয়া ইউনিয়ন সমাজকল্যান পরিষদ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পাথারিয়া ইউনিয়ন সমাজকল্যান পরিষদ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে পরিষদের সদস্যরা। স্থানীয় গনিগঞ্জ বাজারে ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ড এর ১০০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আল শাহরিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কাজ। এই হিসেবে পাথারিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের এক ঝাঁক তরুণ এক হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এমন মানবিক কাজে এগিয়ে আসতে তরুণ প্রজন্মকে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গনিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হেকিম, ইউপি সদস্য ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা শিরিশ দাস, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, পাথারিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিদুর চন্দ্র দাস, ইউপি সদস্য কয়ছর আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মিলন মিয়া, নিতাই দাস,মাসরুর রেজা, রাফিজুল ইসলাম রাফি, জিয়াউর রহমান জিয়া, ইমাদ উদ্দিন, শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, রুপক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ছাদির হোসেন, জীবন দাস,মন্টু দেবনাথ, দিলু মিয়া, প্রচার সম্পাদক রাফি মিজান নুর, সহ প্রচার নাসিম আহমেদ, শিক্ষা সম্পাদক রেজা ইসলাম, আইন সম্পাদক জানে আলম যোগাযোগ সম্পাদক কদর আলী সহ সংগঠনের সদস্য বৃন্দ।