রাত ১২:৫২,   মঙ্গলবার,   ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের মধ্যে প্রশাসনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার :
অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্টি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (২৮জুন) বিকেলে শহরের সুনামগঞ্জ শহরের সুনামগঞ্জ সরকারি কলেজআশ্রয়কেন্দ্রে, সদর উপজেলার গৌরারং, রাধানগর, লক্ষণশ্রী গুচ্ছগ্রামে ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
খাবারের উপকরণ হিসেবে ছিল চিড়া, গুড়, বিস্কুট, মুড়ি, পানি বিশুদ্ধকরণ পাউডার, দিয়াশলাই, মোম, মাস্ক।
বন্যার্ত অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন সহ অন্যান্যরা।