সকাল ৮:৪৪,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক পরিদর্শনে জেলা প্রসাসক

স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পার্শবর্তী জামালগঞ্জ-সুনামগঞ্জ রাস্তাটির প্রায় ১০০মিটার জায়গা সাম্প্রতিককালের পাহাড়ী ঢলের ফলে আকস্মিক বন্যায় ভেঙে যায়। বর্তমানে এই সড়ক দিয়ে লোকজন ও যানচলাচল বন্ধ আছে। মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সরেজমিন ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেন।
এসময় জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো: দুলাল মিয়া উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মানুষের যাতায়াতের দুর্ভোগ লাগবের জন্য দ্রুত রাস্তা মেরামতে পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানান।