রাত ১০:৩৫,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বরাটুকা জালালপুর পাবলিক জামে মসজিদ নির্মাণ কমিটি গঠন

ছাতক প্রতিনিধি :
ছাতকের বরাটুকা জালালপুর পাবলিকি জামে মসজিদের নির্মাণ কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় বরাটুকা পীর বাড়িতে মাওলানা অাবদুল অাহাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মাহমুদুল হাসান পীরের পরিচালনায় উপস্থিতত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
পরে সভার সর্ব সম্মতিক্রমে জামে মসজিদ নির্মাণ কমিটি গঠন করা হয়।
সাবেক মেম্বার হাবিবুর রহমান হবিকে সভাপতি, কাপ্তান মিয়া, জুনেদ আলী পীর ও রশিদ মিয়াকে সহ-সভাপতি এবং পীর মোহাম্মদ আলী
মিলনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সহ সাধারণ সম্পাদক নুর মিয়া, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান পীর, সহ অর্থ সম্পাদক রাফি আহমদ রিঙ্কু, সদস্য মজর মিয়া, জাবেদ আলী পীর, মোস্তফা মিয়া, সাইদুল ইসলাম, জগম্বর আলী, সৈয়দুর রহমান, রুয়াব আলী। এছাড়া উপদেষ্টা হিসেবে মাওলানা আবদুল আহাদ, মাওলানা সাদিকুর রহমান, আবুল বশর, ইজাদ মিয়া পীরকে মনোনীত করা হয়।