রাত ৮:০৯,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাঁধের কাজে গাফিতলি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষকদের সাথে মতবিনিময় করেছেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দরা।
রোববার দুপুরে উপজেলার দরগাপাশা ইউনয়নের ছয়হাড়া পয়েন্টে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর প্রমুখ।
মতবিনিময় সভায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, যারা হাওর রক্ষা বাঁধের কাজ করছেন তারাও এ এলাকার মানুষ, আমরা আশা করবো পিআইসি সঠিক সময়ে নীতিমালা অনুযায়ী বাঁধের কাজ শেষ করবেন। কারো গাফিলতির ফলে যদি ফসল হানি হয় তাহলে এর দায় পিআইসি, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে নিতে হবে। এবার ফসল হানি হলে আমরা ঘরে বসে থাকবনা, কৃষকদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে ২০১৭ সালের মতো জেলা প্রশাসকের কার্যালয়, ইউএন কার্যালয় এবং পানি উন্নয়ন বোর্ড কৃষকদের সাথে নিয়ে ঘেরাও করা হবে।