রাত ১১:৪৮,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাঁধের কাজ যথাসময়ে শেষ করার দাবিতে সম্প্রীতি কমিটির স্মারকলিপি প্রদান

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলা সম্প্রীতি কমিটির (পিএফজি) উদ্যোগে দিরাই উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজ যথাসময়ে শেষ করাসহ বিভিন্ন দাবিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সফি উল্লাহর কাছে স্মারকলিপি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রতি  কমিটির উপজেলা এম্বাসেডর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ দৌলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, কমিটির সদস্য আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, কমিটির সদস্য উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, সেলিম মিয়া, যুবলীগ নেতা ময়না মিয়া।