সকাল ৯:২৪,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাউল রণেশ ঠাকুরের পাশে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
দুর্বৃত্তদের দেয়া আগুনে গানের ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাউল রণেশ ঠাকুরের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে আগুনে পুড়ে যাওয়া গানের ঘর পরিদর্শন শেষে টেউটিনসহ আর্থিকভাবে সহায়তা করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, রণেশ ঠাকুরের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের সুষ্ঠু সনাক্তকরণের জন্য পুলিশ সুপার কে অনুরোধ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাউল রণেশ ঠাকুরকে গানের ঘর নির্মাণের জন্য ৩বান ঢেউটিন ও আর্থিক সাহায্য দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান বিপিএম, দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
গত রোববার গভীর রাতে দৃর্বৃত্তদের আগুনে বাউল রণেশ ঠাকুরের গানের ঘর পুড়ে যায়। আগু‌নে বাউলের দোতরা, বেহালা, হার‌মো‌নিয়ামসহ গানের বইপত্র পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। রণেশ ঠাকুর বাউল সম্রাট শাহ আবদুল করিমের শিষ্য ছিলেন।