বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান দিলো সুনামগঞ্জ জেলা মহিলা আ.লীগ
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, সাবান ও সচেতনতামূল লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাবা হুসনা হুদা ও সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে শ্রমজীবী ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, যুবলীগ নেতা হিমেল হোসাইন, ছাত্রলীগ নেতা প্রভাস পাল, জ্যোতির্ময় বনিক, রনি নাগ, রাশিদুল হাসান ইফতি, রিয়াদ তালুকদার।