রাত ১১:১৩,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলো বিজিবি

তাহিরপুর প্রতিনিধি :
করোনাভাইরাস সংকটকালীন সময়ে ১ হাজার হতদরিদ্র, দিনমজুর পরিবার চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সুনামগঞ্জ বিজিবি।
জেলার ৬ টি উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ১৮টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে বারেকটিলায় ট্যাকেরঘাট, চানঁপুর ও লাউড়েরগড় বিওপির এলাকার সীমান্তবর্তী অসহায়দের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৫শ’ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদ মাওলা ডন (এএফডব্লিউসি, পিএসসি), সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক, মেডিকেল অফিসার, কোয়ার্টার মাষ্টার, ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন গত ৭-৯ মে পর্যন্ত ডুলুরা, চিনাকান্দি, মাছিমপুর, মাটিরাবন, বাংগালভিটা, বিরেন্দ্রনগর, চাঁরাগাও, বালিয়াঘাট, ট্যাকেরঘাট, চাঁনপুর, লাউড়েরঘরসহ সীমান্তবর্তী ১৮টি বিজিবি ক্যাম এড়িয়ার এক হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ১১ মেট্রিক টন খাদ্য সামগ্রী বরাদ্দ করে যা সুনামগঞ্জ বিজিবির তত্ত্বাবধানে সংকটকালীন এ সময়ে অসহায়দের নিকট পৌঁছে দেয়া হয়েছে।