রাত ১০:৩২,   শুক্রবার,   ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিদ্যালয় থেকে বিস্কুট আনতে গিয়ে হাওরে প্রাণ গেল স্কুল ছাত্রীর

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। সে চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণের কথা ছিল। ওইদিন সকাল নয়টার দিকে চকিয়াচাপুর গ্রাম থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে শৈলচাপড়া হাওর পাড়ি দিয়ে সুমাইয়া আক্তারসহ ৭/৮ জন শিক্ষার্থী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে গিয়ে সকলেই পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকার চালকসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে জীবন বাঁচাতে পারলেও সুমাইয়া নিখোঁজ হয়। পরে সকাল ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী হাওর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিস্কুট শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কেন এমনটি হয়নি তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’