রাত ৯:০৬,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিপন্ন লজ্জাবতী বানরটিকে সুনামগঞ্জ বন অফিসে হস্তান্তর

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট উ. ইউনিয়নের কামড়াবন্দে গ্রামবাসীর হাতে আটককৃত বিপন্ন প্রাণী লজ্জাবতী বানরটিকে সুনামগঞ্জ বন অফিসে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নির্দেশে ও থানা পুলিশের উপস্থিতিতে লজ্জাবতী বানরটিকে উপজেলার ধলইরগাও বিট অফিসের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
বর্তমান সময়ে করোনা ভাইরাস পরিস্থিতিতর রাস্তায় গাড়ি চলাচল না থাকায় বন বিভাগের তাহিরপুর – বিশম্ভরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত ধলইরগাও বিট অফিসার বিরেন্ড কিশোর রায় তার প্রতিনিধির মাধ্যমে বুধবার সকালে বণ্যপ্রানীটিকে সুনামগঞ্জ বন অফিসের কাছে হস্তান্তর করেন।
তিনি জানান, গাছে আটককৃত বণ্যপ্রানীটি বিরল প্রজাতীর লজ্জাবর্তী বানর। লজ্জাবতী বানরটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। এ জাতীয় বানর সহজে এখন আর দেখা মিলেনা আমরা বানরটিকে রেঞ্জ অফিসের কাছে হস্তান্তর করেছি।