সকাল ১০:৪৫,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুরে নুরুল হুদা মুকুটের পক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের পক্ষ থেকে করোনা মহামারিতে অসহায় হয়ে পড়া লোকজনের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ৫০টি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
নুরুল হুদা মুকুটের পক্ষে ঈদের উপহার সামগ্রী তুলে দেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ।
এসময় ঈদের উপহার সামগ্রী পেয়ে অসহায় মানুষজন নুরুল হুদা মুকুটটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।