সন্ধ্যা ৭:৪৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুর নিখোঁজের ৫দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
সুনাগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর ললিতা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চিনাকান্দি গ্রামের একটি ধান চাষের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার চিনাকান্তি গ্রামের মহরম আলী’র স্ত্রী। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার চিনাকান্দি গ্রামের মহরম আলীর স্ত্রী বিগত পাঁচদিন যাবত নিখোঁজ ছিলেন। তার স্বামী থানায় একটি নিখোঁজের জিডি করে খোঁজা-খোঁজি করা হলেও ললিতা বেগমকে পাওয়া যায়নি। পরে আজ (সোমবার) সকালে ধান চাষের পরিত্যক্ত জমিতে স্থানীয়রা একটি লাশ পরে থাকলে দেখলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সেটি নিখোঁজ ললিতা বেগমের লাশ বলে শনাক্ত করে। পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি।