সকাল ৯:০২,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বোরো ধান কাটতে বালুমহাল ও বারকি শ্রমিকদের হাওরে যাওয়ার অনুরোধ ডিসি’র

স্টাফ রিপোর্টার :
আর কয়েকদিন পরই সুনামগঞ্জে শুরু হবে ধান কাটা। কিন্তু বর্তমান করোনাভাইরাস প্রেক্ষাপটে হাওরে সোনালী ধান থাকলেও ধান কাটার শ্রমিক সংকট হওয়ার কারণে কৃষকরা ধান কাট নিয়ে রয়েছে সংঙ্কায়। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে অন্য জেলা থেকে শ্রমিক নিয়ে এসে ধান না কাটার আহ্বান জানানো পর বৃহস্পতিবার সকল বালুমহাল ও বারকি শ্রমিকদের কাজ বন্ধ করে হাওরে গিয়ে ধান কাটার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসনের ফেইসবুক পেইজে এ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অনুরোধ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনভাইরাসের কারণে আমরা অন্য জেলা থেকে শ্রমিক নিয়ে এসে ধান না কাটার জন্য সকলের কাছে অনুরোধ করেছি, তাই যেহেতু সুনামগঞ্জে এবার ভালো ফসল হয়েছে তাই আমরা সকল বালুমহাল ও নৌকায় করে যারা বালু পাথর উত্তোলন করে তাদের কাজ বন্ধ রেখে হাওরে গিয়ে কৃষকদের ধান কাটতে সহায়তা করার আহ্বান জানিয়েছি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, দুর্গম হাওরে ধানকাটার কৃষি শ্রমিকরা রাতে থাকার জন্য স্থানীয় শিক্ষ প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবেন। এছাড়া ধানকাটার মেশিন মেরামতের জন্য ওয়ার্কশপ/দোকান খোলা রাখা যাবে।