সন্ধ্যা ৭:৪৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভাটিবাংলার শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে সুনামগঞ্জ সরকারি জুবিলী : জাহাঙ্গীর কবীর

স্টাফ রিপোর্টার:
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ কর্মসূচি পালিত হবে। আমাদের শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করতে হবে। তাতে মাদক থেকে দূরে থাকবে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষাদান প্রক্রিয়াকে স্বার্থক করতে আমাদের অভিভাবকদের ভূমিকা অন্যতম। ভাটিবাংলার শ্রেষ্ঠ স্কুল হচ্ছে সুনামগঞ্জ সরকারি জুবিলী। অতীতের মতো বর্তমানে পূর্বের সকল ধারাবাহিকতা বজায় রাখছে স্কুলটি। প্রথম সারির স্কুল হচ্ছে সরকারি জুবিলী। কাজেই আমাদের শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত করতে হবে। শিক্ষক অভিভাবক পারস্পরিক সর্ম্পক ভাল থাকলে শিক্ষার মান অবশ্যই বৃদ্ধি পাবে। এ আশাবাদ ব্যক্ত করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
শিক্ষার্থী এইচ এম রাজ ও দূর্বার শামিত আদি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেন ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অনুপ নারায়ন তালুকদার। অনুষ্ঠানের মাঝামাঝি সকল অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।