বিকাল ৫:৫৪,   মঙ্গলবার,   ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল শুনানিতে সুনামগঞ্জে ৫ আসামির জামিন

নিউজ ডেস্ক :
বাংলাদেশের নিম্ন আদালতের নতুন যুগে প্রবেশের দুই দিনে প্রায় দেড়শ’র মতো আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে ১৪৪ আসামির জামিন হয়েছে।
মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন।
কোভিড-১৯ মহামারীর কারণে সাধারণ ছুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচারকাজ চালানোর অধ্যাদেশ জারির পর ‘প্র্যাকটিস ডাইরেকশন’ জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তার ভিত্তিতে শুরু হয় নতুন ধরনের আদালত কার্যক্রম। যেখানে প্রচলিত এজলাসে বসেননি বিচারক। আর আইনজীবীরা গাউন ছাড়া কালো কোট পরে বিভিন্ন ফৌজদারি মামলার অভিযুক্ত, আসামিদের পক্ষে জামিন শুনানি করেছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে।
গত রোববার সুপ্রিম কোর্ট থেকে তিনটি আলাদা ‘প্র্যাকটিস’ নির্দেশনার পাশাপাশি ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এরপর সোমবার থেকে নিম্ন আদালতে জামিন শুনানি শুরু হয়।
দেশের বেশ কয়েকটি জেলার মত সুনামগঞ্জেও আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে জামিন হয়েছে।
সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতে ৮টি আবেদনের শুনানি হয়। ৫টি আবেদন মঞ্জুর করে ৫ আসামিকে জামিন দিয়েছে। তিনটি আবেদন খারিজ করা হয়েছে।