সন্ধ্যা ৭:৫০,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে গঠিত ‘মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটি’তে অ্যাড. আব্দুল মজিদকে সভাপতি ও অমরেশ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বিকেলে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যনগর বাজার বণিক সমিতি আয়োজিত এক আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়। এর আগে এক আলোচনা সভায় অমরেশ চৌধুরীর সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, জহিরুল হক, আব্দুস শহীদ আজাদ, মোবারক হোসেন, এহসান তালুকদার, সবুজ মিয়া, কুতুবউদ্দিন তালুকদার, রুহুল আমিন, আবুল বাশার, বিদ্যুৎ কান্তি সরকার, আলমগীর খসরু, সিরাজুল ইসলাম, শামসুদ্দিন, মো. আলাউদ্দিন, পারভেজ আহমেদ, ওবায়দুল ইসলাম খান রনি, মাহবুব আলম মনজু প্রমুখ। আলোচনা সভায় এলাকার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।