রাত ১০:১৯,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যনগ‌রে বজ্রপা‌তে দুই জে‌লের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের মধ্যনগর থানার হারিবন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩০) ও আব্দুল আউয়াল(২৯) নামের দুই জেলের মৃত্যু হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় এ বজ্রপা‌তের ঘটনা ঘ‌টে। এ‌দের ম‌ধ্যে বাবুল মিয়ার লাশ রাতে ও আব্দুল আউয়া‌লের লাশ ভো‌রে হাওর থে‌কে উদ্ধার করা হয়। মারা যাওয়া দু’জনই থানার আমজুরা গ্রামের বা‌সিন্ধা।
পুলিশ জানায়, বৃহস্প‌তিবার রা‌তে আমজুরা গ্রা‌মে সাত জে‌লে একটি নৌকা নিয়ে গ্রাম পার্শবর্তী হারিবন হাওরে মাছ ধর‌তে যায়। হাও‌রে মাছ ধরার সময় প্রবল বৃ‌ষ্টি ও বজ্রপাত হ‌চ্ছিল। এসময় বজ্রপা‌তের শিকার হ‌য়ে বাবুল মিয়া নৌকা থে‌কে পা‌নি‌তে প‌ড়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লেই সে মারা যায়।
অন্য‌দি‌কে বজ্রপা‌তে শিকার হ‌য়ে নৌকায় থাকা অপর জে‌লে আব্দুল আউয়াল পা‌নি‌তে প‌ড়ে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়‌দের সহায়তায় সকা‌লে হাওর থে‌কে তাঁর লাশ উদ্ধার করা হয়। ত‌বে নৌকায় থাকা অন্যরা হাও‌রের পা‌ড়ে অক্ষত অবস্থায় ফি‌রে আ‌সে।
মধ্যনগ‌র থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, মারা যাওয়া দুই জে‌লের লাশ উদ্ধার ক‌রে তার বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।