বিকাল ৫:১৭,   মঙ্গলবার,   ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন

নিউজ ডেস্ক :
“বাংলাদেশ মহিলা পরিষদের ৫০বছর, সংগঠন বিস্তৃত ও সংহত করে বৃহত্তর নারী আন্দোলন গড়ে তুলি” স্লোগানকে সামনে রেখে প্রতি বৎসরের ন্যায় এবারো বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক পক্ষ পালিত হয়েছে । বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সভার শুরুতেই ভিডিও কলের মাধ্যমে সাংগঠনিক পক্ষের উদ্বোধনী ঘোষণা করেন, জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে বিস্তৃত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল সদস্যরা সংগঠনের প্রাণশক্তি। তৃণমূলে সদস্য সংগ্রহ, তরুণ সমাজকে সংগঠনে যুক্ত করার আহবান জানান বক্তারা।
পরে সাংঠনিক পক্ষ পালনে জেলা শাখার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা।
১৬-৩০সেপ্টেম্বর পক্ষব্যাপী জেলা শাখায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, জেলা কার্যকরী কমিটির সদস্য সীমা বিশ্বাস ও সন্ধ্যা তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি