সকাল ১০:৩৭,   বৃহস্পতিবার,   ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মাছের পোনা মারবেন না, পোনা মারা দণ্ডনীয় অপরাধ


মোহাম্মদ আব্দুল আহাদ :
এখন মাছের পোনা ছাড়ার মৌসুম। নদী, পুকুর, খাল, বিল, হাওড় ও অন্যান্য বদ্ধ জলাশয়ে মাছ এখন ডিম ছাড়বে, ডিম থেকে পোনা হবে। পোনা মাস খানেক মা-বাবার তত্ত্বাবধানে বেড়াবে। এরপর একটু বড় হলে মা-বাবা ছাড়া নিজেরাই ঝাঁক বেধে ঘুরে বেড়াবে। আর এ সময়টির জন্য অপেক্ষায় থাকে একদল পোনা শিকারী নির্দয় মানুষ! এরা কেউ ভোজন বিলাসের জন্য, কেউ বা বাজারে বিক্রির জন্য পোনা শিকার করে। আর এতে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয়।
কিন্তু অনেকেই হয়তো জানেননা যে, “মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০” এর ৫(১) ধারা এবং “মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা বিধিমালা ১৯৮৫” এর ৭ বিধি অনুযায়ী এপ্রিল-আগস্ট পর্যন্ত শোল, গজার, টাকি মাছের পোনা ধরা, মারা, বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। এধরনের অপরাধের ক্ষেত্রে ১-২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০০/- টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয়প্রকার দন্ডে দন্ড দেওয়া যাবে। মোবাইল কোর্টে এ অপরাধের বিচার করা ও শাস্তি দেওয়া যাবে।
আসুন, সবাই দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্বশীল আচরন করি এবং পোনা শিকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করি।
মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ