মাঝ রাতে খাবার নিয়ে অসহায়দের পাশে দিরাই থানার ওসি
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল নিজ উদ্যােগে অসহায়দের সহায়তা প্রদান করেছেন।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে দিরাই বাজার এলাকায় ঘুরে ঘুরে বাজারের নাইটগার্ড, প্রতিবন্ধী, রিকশা চালকসহ ছিন্নমূল মানুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ টি করে লাইফবয় সাবান প্রদান করেন।
বিতরণকালে ওসি নজরুলের সাথে এসআই রুপক কর্মকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি’র এই মানবিক কাজের সন্তোষ প্রকাশ করেছেন অসহায় লোকগুলো।
উল্লেখ্য, ওসি নজরুল তাঁর আগের কর্মস্থল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত থাকাকালে একটি অসহায় পরিবারকে টিনসেড ঘর নির্মাণ করে দেয়াসহ বিভিন্ন মানবিক কাজের জন্য মানবিক ওসি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।