সকাল ১০:৩৯,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের হোসেন বখত চত্বর এলাকার সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন উনার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ছাত্রলীগকে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে ও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। তুমরা যারা ছাত্র রাজনীতি করতে তাদের অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস পড়তে হবে। যার হাত ধরে আজকের এই বাংলাদেশ তার আর্দশ ধারন করে রাজনীতি করে যেতে হবে।