মেয়র প্রার্থী তাপসের পক্ষে ব্যারিস্টার ইমনের প্রচারণা
স্টাফ রিপোর্টার :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আ.লীগ মনোনিত মেয়ার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে টানা প্রচারণায় চালাচ্ছেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। তিনি গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সেগুন বাগিচা, পল্টন, বিজয়নগর, দারুস সালাম এলাকার সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থণা করেন।
এসময় আ.লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নতেৃবৃন্দ উপস্থিত ছিলেন।