রিভারভিউয়ে উত্তরা কফি হাউজের নতুন ব্রাঞ্চ উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের কাজির পয়েন্ট এলাকায় উত্তরা কফি হাউজের একটি ব্রাঞ্চ থাকলেও রিভারভিউয়ে আরেকটি কফি হাউজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে পৌর শহরের রিভারভিউ এ নতুন ব্রাঞ্চের ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, বিশিষ্ট ব্যাবসায়ী জুয়েল আমিন, সবুজ চন্দ্র সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলার আহ্বায়ক মোখলেছুর রহমান, পীর মিসবাহ’র একান্ত সচিব সুমিত চৌধুরী, পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্য সংঘটন রঙ্গালয়ের সাধারন সম্পাদক মেহেদী হাসান, উত্তরা কফি হাউজের মালিক শরিফ খাঁন, সিরাজ খাঁন, মাওলানা আলী খাঁন, মো. মাছুম খাঁন, মো. মাহবুব খাঁন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত করেন ইমাম মাওলানা হাবিবুর রহমান।