দুপুর ২:৫৮,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শতভাগ বিদ্যুতায়িত হলো ছাতক উপজেলা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ছাতক উপজেলাসহ নির্মিত ১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ২৩টি উপজেলা এবং ৭টি জেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ডিভিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্স চলাকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নাজমুস সাদাত সেলিম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: খায়রুল হুদা চপল, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির প্রমুখ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের আওতাধীন নির্মিত ফেনী ১৪৪ মেঃওঃ HFO ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ২৩টি শতভাগ বিদ্যুতায়ন উপজেলা যথাক্রমে- বাগেরহাট সদর, নাসিরনগর, আলমডাঙ্গা, মনোহরগঞ্জ, দেবিদ্বার, খানসামা, মাদারগঞ্জ, যশোর সদর, মনিরামপু, তেরখাদা, মিরপুর, রায়পুর, জুড়ী, কমলগঞ্জ, বদলগাজী, পত্নিতলা, আড়াইহাজার, জলঢাকা, ঝিনাইগাতী, নকলা, ঘাটাইল, রাণীশংকৈল, ছাতক এবং শতভাগ বিদ্যুতায়িত জেলা ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর এর শুভ উদ্বোধন করেন।