শহরের সাহেববাড়ি ঘাটে সন্ত্রাসী হামলায় যুবক আহত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ পৌর এলাকায় সন্ত্রাসী হামলায় আবু হুরায়রা নাইম নামের এক যুবক আহত হয়েছে। রোববার রাতে শহরের সাহেববাড়ীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত নাইমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের ভাই ভাই ফজলে আলম রাব্বী বাদী হয়ে সদর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু হুয়ারা নাইম রোববার রাতে শহরের সিটি ফার্মেসী থেকে ঔষধ কিনে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাহেববাড়ীঘাট এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তেঘরিয়া এলাকার জোসেফ, তারেক, শাকিল, আমান, জুমান, নিজাম রামদা, ডেগার, চাইনজ কুড়াল, লোহার রড দিয়ে তাঁর ওপর হামলা চালায়। রামদার আঘাতে মাথার তালুর বাম পাশে মারাত্বক জখম হয়।এসময় আবু হুরায়রা নাইমের সঙ্গে থাকা ৩০হাজার টাকা ও মোটরসাইকেলে চাবি হামলাকারীরা নিয়ে যায়। পরে তাঁর আত্নীয় স্বজনরা উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদও হাসপাতালে ভর্তি করেন। হামলায় আহত নাইমের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে।