সকাল ৭:২৩,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শহরে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ভিপি নূরের উপর হামলার ঘটনায় প্রতিবাদি সমাবেশে ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রুবেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রলয় দাস, দপ্তর সম্পাদক, তোফায়েল আহমদ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, অন্যায় ভাবে ভিপি নূরকে মামলায় ফাঁসানো হয়েছে।
এদিকে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সহ নেতাকর্মীদের হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা হামলা করেছে অবিলম্বে আইনের আওতায় এনে সকল দোষীদের শাস্তি প্রদান করতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।