রাত ২:৫৭,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন সাংস্কৃতিক কর্মীরা

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহনে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সালেহ আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, রমেন্দ্র ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল, রঙ্গালয়ের সদস্য মিতা তালুকদার, এসএন নন্দীনি, শর্মী তালুকদার, সাইফ আনোয়ার ফাহিম প্রমুখ।