শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দিলেন ইউএনও রুমা
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের হাওর এলাকার শিশু শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে নিয়মিত দাঁত ব্রাশ করতে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে টুথপেস্ট টুথব্রাশ ও নিয়মিত নখ কাটার অভ্যাস গড়ে তুলতে নিলকাটার, স্কুল ব্যাগ এবং ছবি আকার জন্য রং পেন্সিল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে এসব স্বাস্থ্য উপকরণ এবং শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া হাওর এলাকার শিশুদের বিদ্যালয়ে মনোযোগী করতে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, ডায়রী এবং রং পেন্সিল তুলে দেয়া হচ্ছে।
এর আগে বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে মা সমাবেশে অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড.আবুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.সোলেমান মিয়া, পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।