শুক্রবার থেকে খেলাঘরের অনলাইন প্রতিযোগিতা শুরু
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
“শৃঙ্খলিত সময়েও থাকবো সৃজনশীল”এই স্লোগানের মধ্য দিয়ে উত্তরণ খেলাঘর আসরের করোনাকালে উদ্যোগ “সৃজনশীল অনলাইন প্রতিযোগিতা”।
প্রতিযোগিতাটি আগামীকাল ১ মে থেকে ৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। নির্দিষ্ট তারিখের মধ্যে যেকোনো সময় পোস্ট করা যাবে। তবে নির্ধারিত সময়ের পূর্বে ও পরে পোস্ট করা কোন কনটেন্ট প্রতিযোগিতায় বিচারের জন্য বিবেচিত হবে না।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে-
ক বিভাগ – প্লে গ্রুপ থেকে ৩য় শ্রেণি
খ বিভাগ – ৪র্থ শ্রেণি থেকে ৭ম শ্রেণি
গ বিভাগ – ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি
বিষয়সমূহ
চিত্রাঙ্কন-
ক বিভাগ – ইচ্ছে মতো
খ বিভাগ – ফুলের বাগান/ আকাশ
গ বিভাগ – এই সময়ের গ্রাম প্রকৃতি
সংগীত
ক বিভাগ – দেশাত্মবোধক
খ বিভাগ – দেশাত্মবোধক
গ বিভাগ – দেশাত্মবোধক
প্রতিযোগীদের করনীয়-
১. প্রতিযোগীর নাম, পিতা-মাতার নাম, শ্রেণি, স্কুল, ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। উত্তরণ খেলাঘর আসর এর গ্রুপে আঁকা ছবি, গান আপলোড করুন।
২. চিত্রাঙ্কনের উপকরণ উন্মুক্ত। চিত্রাঙ্কনের অপর পৃষ্ঠায় নাম, শ্রেণি, মোবাইল নম্বর লিখে পোস্ট করার সময় দুদিকের পৃষ্ঠা ই দিতে হবে।
৩. গানের ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩ মিনিট। গানে প্রোগ্রামের পুরাতন ভিডিও দেওয়া যাবে না।
৪. প্রতিটি বিষয়ে সর্বোচ্চ একটি ভিডিও বা চিত্রকর্ম আপলোড করা যাবে।
৫. বাছাইকৃত কনটেন্ট থেকে সেরা ৫ পুরষ্কারের জন্য নির্বাচিত হবে। নির্বাচিতদের পুরষ্কার ও সার্টিফিকেট দেওয়া হবে।
৬. বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব স্কুল–কলেজ ছুটি দেওয়া হয়েছে। শিশুরা বাড়িতেই সময় কাটাচ্ছে। এই সময়ে শিশুদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার জন্য, গৃহবন্দি সময়টায় নাচ–গান আবৃত্তি চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে ভালো রাখতে আমাদের এই উদ্যোগ।
সাধারণ সম্পাদক আব্দুর রব জানান, আমরা “উত্তরণ খেলাঘর আসর” ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে শিশু-কিশোরদের যতটুকু শিখানো এবং সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করতে চাই নিম্নে উল্লেখিত লিংক এর মাধ্যমে। এর পাশাপাশি এই দুঃসময়ে সমাজের অবহেলিত শিশুদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছি আমরা, আগামীতেও সহযোগিতা করবো।
যে গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতা হবে গ্রুপ লিংক :
https://www.facebook.com/groups/854712191670478/