সন্ধ্যা ৭:৫৩,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হা‌সিনার সরকা‌রের আম‌লে কেউ না খে‌য়ে থাক‌বে না : ব্যা‌রিস্টার ইমন

স্টাফ রি‌পোর্টার :
গ্রামের মানু‌ষের ম‌ধ্যে করোনা ভাইরাস রো‌ধে সচেতনতা ও মাস্ক বিতরণ ক‌রে‌ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল ক‌বির ইমন।
শ‌নিবার তি‌নি বিশ্বম্ভরপুর উপজেলার ছালবন পয়েন্ট, পলাশ বাজার ও উপ‌জেলা স‌দ‌রে এ সচেতনতামূলক কার্যক্রম চালান।
এ সময় তি‌নি সরকা‌রের নি‌র্দেশনায় সাধারণ মানুষ‌কে ঘ‌রে থাকার পরামর্শ দেন এবং জরু‌রি কাজ ছাড়া বের না হওয়ার জন্য অনু‌রোধ ক‌রেন।
তি‌নি সাধারণ মানুষের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, সরকা‌রের পক্ষ থে‌কে ই‌তিম‌ধ্যে হতদ‌রিদ্র‌দের ম‌ধ্যে চাল, ডাল বিতরণসহ সহ‌যো‌গিতা করা শুরু হ‌য়ে‌ছে। শেখ হা‌সিনার সরকা‌রের আম‌লে কেউ না খে‌য়ে থাক‌বে না।
এসময় স্থানীয় নেতারা উপ‌স্থিত ছি‌লেন।