রাত ৮:২১,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সদর উপজেলায় শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার :
সরকারের র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে রিকশা শ্রমিক, বরাকি শ্রমিকসহ ৬ শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা রিকশা শ্রমিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল আহমদ।