রাত ৯:৫৭,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাচনা বাজারে অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা!

জামালগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাসকে পুঁজি করে সাচনা বাজারে অসাধু ব্যবসায়ী ইব্রাহিম এন্টারপ্রাইজ চাউলের দাম বৃদ্ধি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী অফিসার আহসান হাবিব, উত্তর ইউনিয়ন চেয়ারম্যান রজব আলি, জামালগঞ্জ থানার এস আই আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আরসিসি টেকনিশিয়ান সাইদুল ইসলাম প্রমুখ।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ রসুনসহ দ্রব্যমূল্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।