সকাল ৮:১১,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সাচনা বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জের সাচনা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর আউটলেট-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাচনা বাজারের সোনিয়া ডিপার্টমেন্টাল স্টোরের ২য় তলায় এর উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোন প্রধান ও ইভিপি শিকদার মোহাম্মদ শিহাবুদ্দীন।
সুনামগঞ্জ শাখা প্রধান ও এফএভিপি মোঃ রবিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আফিন্দী।
আউটলেটের পরিচালক মোঃ তফাজ্জুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ শাখার এজেন্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আউটলেট ইনচার্জ আব্দুস সাত্তার মোঃ মামুন, শিক্ষানুরাগী মাও. হাবিবুর রহমান, সাচনা বাজার মাদরাসার শিক্ষা সচিব মাও. এখলাছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, জেলা যুবদলের সদস্য মাসুক মিয়া, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাও. মোঃ মনিরুজ্জামান।