সিলেটে ৫ টুকরো মাংসে ‘আল্লাহু’ লেখা!
নিউজ ডেস্ক :
সিলেট শহরতলীর টুলটিকর ইউনিয়নের মিয়ারবাগ এলাকায় ঈদের মাংস রান্না করার সময় হান্ডির উপরে ভেসে উঠে আল্লাহু লেখা ৫ টুকরো মাংস।
রবিবার (২ আগস্ট) দুপুরে টুলটিকর ১নং ওয়ার্ডের মিয়ারবাগ এলাকার বাসিন্দা মনির মিয়ার ঘরে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ওই বাসায় উৎসক জনতা জড়ো হতে শুরু করেন। এমনকি ঘটনাটি শুনার পর টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিরাও গিয়ে আল্লাহু লেখা মাংসটি দেখে আসেন।
জানা যায়, মনির মিয়ার স্ত্রী শেলী বেগম দুপুরের খাবারের জন্য কুরবানি ঈদের মাংস চুলার উপর বসিয়ে রাখেন। কয়েক মিনিট পর তিনি দেখতে পান ৫ টুকরো মাংস হান্ডির একেবারে উপরে চলে আসে। এসময় তিনি লক্ষ্য করেন কয়েকটি মাংসের মধ্যে আল্লাহু লেখা। সাথে সাথে তিনি পরিবার ও অন্যদেরকে ডেকে এনে মাংসগুলো দেখালে সবাই মাংসের মধ্যে আল্লাহু লেখা বলে জানান।
এরপর স্থানীয় মসজিদের ইমামে মাওলানা আব্দুর রহিমকে নিয়ে আসলে তিনি মাংসের টুকরার মধ্যে আল্লাহু লেখা বলে জানান।
বিষয়টি নিশ্চিত করেন টুলটিকর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আকবর কবির সায়েম। তিনি জানান, রান্না করার সময় আমার ওয়ার্ডের মিয়ারবাগ এলাকায় মাংসের মধ্যে আল্লাহু লেখা পাওয়া গেছে শুনে মনির মিয়ার বাড়িতে চলে আসি। আসার পর মাংসের টুকরো দেখে সত্যতা পাই। ৫টি মাংসের টুকরোর মধ্যে লেখা আল্লাহু রয়েছে। আমাদের মসজিদের ইমাম সাহেবও মাংসগুলো দেখে সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র : সিলেট ভিউ