দুপুর ১২:৩৮,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সিলেট অঞ্চলের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সিলেটের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ছয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় এমন তথ্য জানায়।
আজ সিলেট সিটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল নয়টায় সিলেটের বাতাসে আপেক্ষিক আদরটা ছিলো৭০ শতাংশ, যা সন্ধ্যা ছয়টায় ৯০ শতাংশ।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গত ৩৬ ঘণ্টায় সিলেটে ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় ৫টা ৫ মিনিটে ও সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে।