সন্ধ্যা ৭:১৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুজনে’র সাথে কাজ করবে যুব নাগরিক পরিষদ

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সাথে একাত্বতা পোষণ করে জনস্বার্থে কাজ করতে চায় যুব নাগরিক পরিষদ।
এ লক্ষ্যে সুজনের’র সাথে যুব নাগরিক পরিষদের সভাপতি জসিম আহমদের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জানাযায়, জেলা কমিটি হওয়ার পর থেকে সদর কমিটিতে স্থান পেতে যাচ্ছেন যুব নাগরিক পরিষদের নেতা-কর্মীরা। পুরাতন অজ্ঞিতা কাজে লাগিয়ে জসিম আহমদের সাথে জনগণের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে চান পদপ্রত্যাশী নেতাকর্মীরা।
এ সময় জসিম আহমদের নেতৃত্বে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) অনুষ্ঠানে যোগদেন আনোয়ার আলম, সুব্রত মৈত্র, জালাল উদ্দিন, মানিক আহমদ, হাবিবুল বাশার বশির, শামীম আহমদ, নজরুল ইসলাম, রাজীব আহমদ, পারভেজ আহমদ, সজীব রঞ্জন দাস প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি