সুনামগঞ্জের আরও ১১জনের করোনা শনাক্ত
নিউজ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১১ জন সুনামগঞ্জের।
এর মধ্যে সুনামগঞ্জ সদরের ৬জন, ছাতকের ৪জন ও দিরাই উপজেলার ১জন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ১১জনের করোনা শনাক্ত হয়।