দুপুর ২:১৫,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ‘গরীবের ডাক্তার’ ডা. গৌতম রায় করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের কৃতি সন্তান ও নারায়নগঞ্জ ৩০০শয্যা হাসপাতালের প্রধান চিকিৎসা তত্বাবধায়ক ও ‍উপপরিচালক ডা. গৌতম রায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে বলে জানা গেছে। তিনি হাসপাতালে আইসোলেশনে আছেন।
এর আগে নারায়নগঞ্জ হাসপাতালের ৩জন চিকিৎসকসহ ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের বতমানে আইসোলেশনে রাখা হয়েছে।
সুনামগঞ্জের গরীব ডাক্তার খ্যাত ডা. গৌতম রায় সম্প্রতি পদোন্নতি পেয়ে নারায়নগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের প্রধান চিকিৎসা তত্বাবধায়ক ও ‍উপপরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি জামালপুর জেলার সিভিল সার্জন হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
ডা. গৌতম রায় শহরের সকল মহলের কাছে একজন ভদ্র ও বিনয়ী চিকিৎসক হিসেবে পরিচিত। ১৯৮৮ সালে তিনি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ১৯৯০ সালে ১০তম বিসিএস পরীক্ষায় পাশ করে ধর্মপাশার সেলবরস ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন পদে যোগদান করেন। ২০১৫ সালে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে পদোন্নতি পান। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক পদে নিয়োগ পান।

এদিকে, ডা. গৌতম রায় প‌জি‌টিভ হওয়ার বিষয়‌টি নি‌জেই নি‌শ্চিত ক‌রে‌ন এবং বর্তমানে তিনি সুস্থ আ‌ছেন ব‌লে জানান।